দিনহাটা, 23 ডিসেম্বর : NRC ও CAA -এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল হচ্ছে প্রতিটি জেলায় ৷ সেই মোতাবেক আজ কোচবিহারের দিনহাটায় মিছিল হয় ৷ তবে , আজকের মিছিলটি ছিল একটু অন্যরকম ৷ মিছিলে মানুষ যোগ দেয় লুঙ্গি পরে ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এই মিছিলে নেতৃত্ব দেন ৷ দিনহাটা কলেজ থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর ঘুরে পাঁচ মাথা মোড়ে মিছিল শেষ হয় ৷ মিছিলের জেরে ঘণ্টাখানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট ৷
লুঙ্গি পরে প্রতিবাদ মিছিল দিনহাটায়
কয়েকদিন আগে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন কারা অশান্তি ছড়াচ্ছে তা তাদের পোশাক দেখলেই চেনা যায় ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে আজ মিছিল শেষে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ পালটা বলেন, "আমরা এই মিছিলের মধ্যে দিয়ে এই বার্তা দিতে চাইছি পোশাক দিয়ে ধর্ম বিভাজন করা যায় না ৷ পোশাক দিয়ে ধর্মীয় পরিচয় হতে পারে না ৷"
কয়েকদিন আগে একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন কারা অশান্তি ছড়াচ্ছে তা তাদের পোশাক দেখলেই চেনা যায় ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে আজ মিছিল শেষে বিধায়ক উদয়ন গুহ পালটা বলেন, "আমরা এই মিছিলের মধ্যে দিয়ে এই বার্তা দিতে চাইছি পোশাক দিয়ে ধর্ম বিভাজন করা যায় না ৷ পোশাক দিয়ে ধর্মীয় পরিচয় হতে পারে না ৷ " মিছিল শেষে দিনহাটা পাঁচ মাথা মোড়ে একটি পথসভা করা হয় ৷ সেখানে উদয়ন গুহ বলেন, " আজ সবাই লুঙ্গি পরে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান করব আসুন ধর্ম চিনুন ৷ বাঙালি বহুকাল আগে থেকে লুঙ্গি পরছে ৷ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও বাড়িতে লুঙ্গি পরতেন ৷ লুঙ্গি পোশাকের মাধ্যমে ধর্মের বিভাজন করা যায় না ৷ তাই আজ লুঙ্গি পরে আমরা NRC ও CAA - এর প্রতিবাদ জানাচ্ছি ৷ "