দিনহাটা, 30 অক্টোবর: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে (Minister Udayan Guha) হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের নেতা-কর্মীরা । রবিবার দুপুরে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে বিজেপির একাধিক বিধায়ক হাজির ছিলেন। সেসময় বাড়ির সামনে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে দিনহাটা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
এর পাশাপাশি এদিন দিনহাটা থানাতেও বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা । বছরখানেক আগে উদয়ন গুহের ওপর হামলার ঘটনার অন্যতম অভিযুক্ত বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায় । দিনদু'য়েক আগেও এই বিজেপি নেতা উদয়ন গুহের হাড়গোড় ভেঙে বস্তায় প্যাকেট করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে । সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা (TMC protest in front of accused BJP leader house) ।