কোচবিহার, 10 ডিসেম্বর: 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র (Pradhan Mantri Awas Yojana) যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্য সরকার ও প্রশাসনের ৷ এবার কেন্দ্রীয় সরকারি এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে হতদরিদ্য় সুবিধাভোগীদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল ! কাঠগড়ায় এলাকারই এক পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা ৷ ঘটনার প্রতিবাদে পথে নামলেন ভুক্তভোগীরা ৷ জমা পড়ল অভিযোগপত্র ৷ কোচবিহারের গোসানিমারি-1 গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷
এই বিষয়ে ইতিমধ্য়েই স্থানীয় বিডিওর লিখিত অভিযোগ করেছেন দুই ব্যক্তি ৷ তাঁরা দু'জনই পূর্ব ফুলবাড়ি গ্রামের বাসিন্দা ৷ অভিযোগকারী দুই ব্যক্তি হলেন যতীন বর্মন ও পরিমল দেবনাথ ৷ এঁদের দাবি, এলাকার পঞ্চায়েত সদস্য বিনোদচন্দ্র বর্মন তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আওতায় দু'টি পরিবারকেই ঘর পাইয়ে দেবেন ৷ এর জন্য কয়েক বছর আগে যতীন ও পরিমলের কাছে থেকে 10 হাজার করে মোট 20 হাজার টাকা নিয়েছিলেন বিনোদ ৷ কিন্তু, তারপর বছরের পর বছর কেটে গেলেও ঘর পাননি ওই দুই বাসিন্দা ৷ উপরন্তু, দেওয়া টাকা ফেরত চাইতে গেলে ওই তৃণমূল নেতা তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে জানিয়েছেন যতীন ও পরিমল ৷ এরই জেরে বিডিওর কাছে পঞ্চায়েত সদস্য়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তাঁরা ৷