দিনহাটা, 19 জুন:পঞ্চায়েত ভোটের প্রস্তুতির মধ্যে ফের চলল গুলি ৷ দিনহাটা এক নম্বর ব্লকের গিতালদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের ওই কর্মী ৷ অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতীরাই গুলি চালিয়েছে তাঁকে লক্ষ্য করে।
সোমবার তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "বিজেপি আশ্রিত দুস্কৃতীরা গুলি চালিয়েছে।" যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় জানান, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেও এই ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় দুস্কৃতীরা তাঁর পথ আটকে দাঁড়ায় ৷ সেখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই তাঁর পায়ে গুলি চালায় বিজেপির দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ তৃণমূলের।