কোচবিহার, 21 এপ্রিল : কবিতার মাধ্যমে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে বিঁধলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (TMC MLA Udayan Guha criticiss BJP MP Nisith Pramanik) ৷ গত রবিবার কালবৈশাখী ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কোচবিহার-1 নম্বর ব্লকে ৷ তৃণমূলের অভিযোগ, এই প্রাকৃতিক দুর্যোগের পর তিন দিন কেটে গেলেও এলাকায় যাননি বিজেপি নেতা তথা এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক (TMC alleged that Nisith Pramanik did not visit storm affected areas ) ৷ এই বিষয়টি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় একটি কবিতার মাধ্যমে নিশীথকে বিঁধেছেন উদয়ন গুহ ৷ শক্তি চট্টোপাধ্যায়ের 'অবনী বাড়ি আছো' কবিতার অনুকরণে উদয়ন লিখেছেন, 'বিট্টু বাড়ি আছো' ৷ বিট্টু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ডাকনাম ।
বুধবার ওই পোস্টে উদয়ন গুহ লেখেন, "গত 17 এপ্রিল ঝড় ও শিলা বৃষ্টিতে কোচবিহার -1 ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে । লন্ডভন্ড হয়ে গিয়েছে বাড়িঘর । দু'জনের মৃত্যু হয়েছে । রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়েছে । তৃণমূলের নেতা, মন্ত্রীরা গিয়ে সেখানে ত্রাণ বিলি করছেন । কোচবিহারের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রয়োজনে বিএসএফ বা সিআরপিএফ-এর ডান্ডা খাওয়াতে পারেন কিন্তু ত্রাণের মতো সামান্য কাজ ওকে মানায় না । তাই এখানেওখানে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি । যতই দুর্গত মানুষেরা চিৎকার করুন না কেন বিট্টু বাড়ি আছো বলে ?"