পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"উন্নয়নমূলক কাজ করছে না", জামালদায় তৃণমূল বিধায়ককে কালো পতাকা - জামালদায় তৃণমূল বিধায়ককে কালো পতাকা

এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি তৃণমূল বিধায়ক ৷ এই অভিযোগে বিধায়ককে কালো পতাকা দেখাল BJP ৷

কালো পতাকা

By

Published : Sep 1, 2019, 5:25 AM IST

Updated : Sep 1, 2019, 7:05 AM IST

কোচবিহার, 1 সেপ্টেম্বর : মেখলিগঞ্জের জামালদায় তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল BJP ৷ এলাকায় মিছিলও করে তারা ৷

গতকাল একটি সেতু উদ্বোধন করতে জামালদায় আসেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ৷ তিনি আসার আগেই সেখানে কালো পতাকা নিয়ে মিছিল করেন BJP কর্মীরা ৷ উদ্বোধন মঞ্চের সামনেই চলে গো ব্যাক স্লোগান ৷ এর জেরে বেলা 12টায় সেতুটি উদ্বোধন করার কথা থাকলেও প্রায় ঘণ্টা চারেক পর সেখানে উপস্থিত হন বিধায়ক ৷

BJP কর্মীদের বক্তব্য, এলাকার কোনও উন্নয়ন করতে পারেননি বিধায়ক ৷ তাই বিক্ষোভ দেখানো হয় ৷ BJP নেতা পবন কুমার ভাদানি বলেন, "মানুষ তৃণমূলকে চায় না ৷ এলাকায় বিধায়ক কোনও উন্নয়নমূলক কাজ করছে না ৷ এর প্রতিবাদে সাধারণ মানুষ BJP-র সঙ্গে এসে বিক্ষোভ দেখায় ৷"

দেখুন ভিডিয়ো

যদিও বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "আমি কোথাও দেখিনি কেউ কালো পতাকা দেখিয়েছে ৷ এলাকায় একটি সেতু উদ্বোধন করা হয় এবং কিছু ছোটো ছোটো প্রকল্পের শিলান্যাস করা হয় ৷"

Last Updated : Sep 1, 2019, 7:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details