কোচবিহার, 27 নভেম্বর : কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী BJP-তে যোগ দিচ্ছেন ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজ দুপুরের পর দিল্লিতে BJP-র সর্বভারতীয় দপ্তরে তাঁর হাতে দলের পতাকা তুলে দেবেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব । ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন তিনি । যদিও মোবাইল সুইচ অফ থাকায় এনিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
দিল্লিতে মিহির গোস্বামী, আজই BJP-তে যোগ ? - মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে বিজেপিতে
জল্পনা চলছিল ৷ গতকাল সোশাল মিডিয়ায় দল ছাড়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামী ৷ ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গেছেন ৷ সব ঠিক থাকলে আজ বিকেলে দিল্লিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেবেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷
অক্টোবর মাসের শুরুতে কোচবিহার জেলা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তাফা দেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক । এরপর গত দেড় মাসে কখনও জেলা নেতৃত্ব, কখনওবা তৃণমূলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন । পরবর্তীতে BJP সাংসদ নিশীথ প্রামাণিক থেকে BJP-র একাধিক রাজ্য নেতৃত্ব তাঁকে BJP-তে যোগদানের আহ্বান জানিয়েছেন ।
এরপর গতকাল সন্ধ্যায় তৃণমূল ছাড়ার ইচ্ছা প্রকাশ করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন । সন্ধ্যাতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন । ইতিমধ্যে আজ শুক্রবার সকালে দিল্লির সদর দপ্তরে পৌঁছে গিয়েছেন ৷ তাঁর সঙ্গে রয়েছেন কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিক । সবকিছু ঠিকঠাক থাকলেই আজ দুপুরের পর তাঁর হাতে BJP-র পতাকা তুলে দেওয়ার কথা ।