কোচবিহার, 3 অক্টোবর : কোচবিহার তৃণমূলের সাংগঠনিক কমিটির ঘোষণার পরপরই সাংগঠনিক পদত্যাগ করলেন মিহির গোস্বামী । কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি । দুপুরে হরিশপাল চৌপথি এলাকায় তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন । সেখানেই তাঁর পদত্যাগ ঘোষণা করেন । ফলে জেলা তৃণমূলের কোন্দল বড় আকার নিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।
মিহির গোস্বামী জানান, দলের জেলা কমিটি এবং ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে বিধায়কদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি । বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছিল । এরপরেও দেখা যাচ্ছে জেলা সভাপতি নিজেদের অনুগামীদের দিয়ে কমিটি কমিটি গঠন করেছে । তাই দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি ।