সিতাই(কোচবিহার), 27 জানুয়ারি: স্কুলের প্রধান শিক্ষক বিজেপির বিধায়ক। তিনি আবার স্কুলে আসেন না নিয়মিত । এছাড়াও বাকি শিক্ষক-শিক্ষিকার সংখ্যাও কম । আর তার জেরেই পড়ুয়ার সংখ্যাও কমতে শুরু করেছে ৷ 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের স্কুলে গিয়ে এই অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । শুক্রবার দুপুরে সিতাই ব্লকের জাতিগাড়া মাধব চন্দ্র বিদ্যাপীঠে গিয়ে দেখেন মাত্র 19 জন পড়ুয়া স্কুলে এসেছে (Cooch Behar School Problem)৷ অন্যান্য দিনের হাজিরাও কম ৷ এহেন পরিস্থিতি দেখে সেখান থেকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করে ওই স্কুলে দ্রুত শিক্ষক নিয়োগ যাতে করা যায় সে বিষয়ে উদ্যোগী হওয়ার কথা জানান । পরে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ফোনে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন ।
এই বিষয়ে তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "স্কুলের শিক্ষক-শিক্ষিকা কম । অবস্থা ভালো নয় ৷ ছাত্র-ছাত্রীদের হাজিরাও কম । মিড ডে-মিল হয় না । দ্রুত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষামন্ত্রীর কাছে জানিয়েছি ।" যদিও এই বিষয়ে শীতলকুচির বিজেপি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক বরেন চন্দ্র বর্মন বলেন, "জেনারেল ট্রান্সফার ও উৎসশ্রীর কারণে বহু শিক্ষক-শিক্ষিকা বদলি হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে ।"