পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC-BJP : সিতাইয়ে প্রকাশ্যে বিজেপি কর্মীদের পা ভেঙে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের - সিতাই

বিজেপি কর্মীদের পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক ৷ পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে এলে তাঁদের সঙ্গে এমন ব্যবহার করা হবে বলে প্রকাশ্যে জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল বিধায়ক ৷ তাঁর এমন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷

প্রকাশ্যে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বিজেপি কর্মীদের পা ভেঙে দেওয়ায় মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে ৷
প্রকাশ্যে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বিজেপি কর্মীদের পা ভেঙে দেওয়ায় মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে ৷

By

Published : Aug 15, 2021, 5:34 PM IST

কোচবিহার, 15 অগস্ট : আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে পা ভেঙে দেওয়া হবে । এমনই হুমকি দিলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । প্রকাশ্যে সভায় বিধায়কের এমন বক্তব্যের পর স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হয়েছে ৷ চাঞ্চল্য ছাড়িয়ে রাজনৈতিক মহলে ৷

শুক্রবার রাতে সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজেচাত্রা বুথে তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে বক্তৃতা রাখেন জগদীশ ৷ সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কেউ মনোনয়নপত্র জমা দিতে এলে পা ভেঙে দেওয়া হবে ৷ তিনি বলেন, "বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছিল । বিএসএফ ছিল । কিন্তু 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে থাকবে তৃণমূলের বাহিনী । কেউ মনোনয়নপত্র জমা দিতে গেলে তার পা ভেঙে দেওয়া হবে ।"

গত কয়েকদিন ধরেই দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ বিভিন্ন মিটিংয়ে বিজেপি নেতা-কর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন । বাঁশের বদলে বাঁশ দিয়ে পেটানোর হুঁশিয়ারি দেন । লাগাতার এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হইচই পড়ে যায় জেলায় । এরপর শুক্রবার ফের শাসকদলের নেতা তথা বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেন । তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল । বহু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল । সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কাতে রয়েছে রাজনৈতিকমহল ।

প্রকাশ্যে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বিজেপি কর্মীদের পা ভেঙে দেওয়ায় মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে ৷

আরও পড়ুন : ঘুঘুমারিতে তৃণমূল নেত্রীর উপর হামলা, বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details