পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক - tufangunj

কলেজটি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে অবস্থিত হলেও নাটাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এলাকার বলে দাবি করেন ৷ কলেজে নিজের ক্ষমতাও জাহির করেন তিনি । এমনই অভিযোগ তৃণমূল বিধায়কের ৷

image
মন্ত্রীর বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক

By

Published : Dec 26, 2019, 10:42 AM IST

কোচবিহার, 26 ডিসেম্বর : মন্ত্রীর বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলেরই বিধায়ক ৷ অবৈধভাবে কোচবিহার জেলার তুফানগঞ্জ কলেজের কর্তৃত্ব নিজের দখলে রেখেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এমনই অভিযোগ তুললেন শাসকদলের তুফানগঞ্জের বিধায়ক ফজলকরিম মিঞা ।

বুধবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে এই অভিযোগ করেন তিনি ৷ কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অনন্ত বর্মার বাড়িতে এই সাংবাদিক বৈঠক ডাকা হয় ৷ তাঁর অভিযোগ, কলেজটি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে অবস্থিত হলেও নাটাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এলাকার বলে দাবি করেন ৷ কলেজে নিজের ক্ষমতাও জাহির করেন তিনি । কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও স্থানীয় বিধায়ককে ব্রাত্য করে রাখা হয় বলে তৃণমূল এই বিধায়কের অভিযোগ ।

রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শাসকদলের বিধায়ক
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা মহকুমাশাসকের মাধ্যমে জানতে পারি তুফানগঞ্জ কলেজ তুফানগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত । যা তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ৷ তবুও এতদিন রবিবাবু নিজের ক্ষমতা জাহির করতেন এখানে ৷’’ এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘তুফানগঞ্জের বিধায়ক দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেন না । তিনি কোনও তথ্যও জানেন না । তাঁর তথ্য জেনে মন্তব্য করা উচিত ।’’ তুফানগঞ্জ কলেজটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলে দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ।

ABOUT THE AUTHOR

...view details