পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি গিয়েও দেখা পাননি তৃণমূল নেতারা, কোথায় মিহির গোস্বামী ? - মিহির গোস্বামী

গতকাল জেলার দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মণ, মিহির গোস্বামীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান । কিন্তু, সেখানে তাঁর দেখা না পেয়ে আলিপুরদুয়ারে গেলেও মিহিরবাবুর দেখা পাননি ।

Mihir Goswami
Mihir Goswami

By

Published : Oct 31, 2020, 10:25 PM IST

কোচবিহার, 31 অক্টোবর : শুক্রবার দুপুরের পর থেকেই তাঁর মোবাইল ফোনের সুইচ অফ । বাড়ির লোকেরা জানাচ্ছেন, তিনি বাড়িতে নেই । কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর দেখা পাননি তৃণমূলের নেতারাও । ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ।

যদিও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "মিহিরদা হয়ত কোনও কাজে বাইরে গিয়েছেন । তবে তিনি তৃণমূলে আছেন এবং আগামীদিনেও থাকবেন ।"

জানা গিয়েছে, অক্টোবর মাসের শুরুর দিকে কোচবিহার জেলা তৃণমূলের ব্লক কমিটি ও জেলা কমিটি ঘোষণা হয় । কমিটি ঘোষণা হতেই ক্ষোভপ্রকাশ করে দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী । একাধিক জেলা নেতৃত্বের বোঝানোতেও কাজ হয়নি ।

এরপর গত বৃহস্পতিবার কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিক তাঁর বাড়িতে গিয়ে বিজয়ের শুভেচ্ছা জানান । দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকও হয় ঘণ্টাখানেক । এরপরই মিহির গোস্বামীর BJP-তে যোগদানের জল্পনা বাড়তে থাকে ।

গতকাল জেলার দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মণ, মিহির গোস্বামীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান । কিন্তু, সেখানে তাঁর দেখা না পেয়ে আলিপুরদুয়ারে গেলেও মিহিরবাবুর দেখা পাননি । বিষয়টি নিয়ে অস্বস্তিতে তৃণমূল নেতারাও ।

ABOUT THE AUTHOR

...view details