কোচবিহার, 12 মে : ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসিন্দাদের কাছ হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল দিনহাটার-1 ব্লকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে । ওই তৃণমূল নেতার নাম পুলক চন্দ্র বর্মন (TMC leader taking money from residents) । তৃণমূলের এসসি, এসটি ও ওবিসি সেলের দিনহাটা -1 ব্লক সভাপতি তিনি । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে । বিষয়টি তৃণমূলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন লিখিতভাবে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের কাছে অভিযোগ জানিয়েছেন ।
অভিযোগ, দিনহাটার বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বেশকিছু রাজবংশী বাসিন্দাকে সরকারি প্রকল্পে রাজবংশীদের জন্য বরাদ্দ ঘর পাইয়ে দেওয়ার নামে বেশকিছু বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে । টাকা নেওয়ার কয়েকবছর পেরিয়ে গেলেও তাঁদের ঘরও দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ । টাকাও ফেরত চাইতে গেলে টালবাহানা করছিল । বিষয়টি গত সোমবার রাতে জেলা সভাপতিকে লিখিতভাবে জানান তৃণমূলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন ।