পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"দল আর আমার নেত্রীর হাতে নেই", তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন মিহির - মিহির গোস্বামীর ফেসবুক পোস্ট

"দল এখন আর আমার দিদি-র দল নয়, দিদি এখানে নিস্পৃহ । অন্যায্য সবকিছু মেনে নিয়ে 'যো হুজুর' করে টিকে থাকতে পারলে থাক, নয়ত তফাৎ যাও । " ফের শাসকদলের অস্বস্তি বাড়ালেন বিধায়ক মিহির গোস্বামী ।

মিহির গোস্বামী
মিহির গোস্বামী

By

Published : Nov 17, 2020, 5:15 PM IST

কোচবিহার, 17 নভেম্বর : ফের সোশাল মিডিয়ায় বিস্ফোরক কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী । মঙ্গলবার সোশাল মিডিয়ায় বর্ষীয়ান বিধায়ক পোস্ট করেন, "দল আর আমার নেত্রীর হাতে নেই । এই দল আর আমার নয়, হতে পারে না ।" বিধায়কের এই পোস্ট ঘিরে জোর আলোড়ন পড়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে।

মাসখানেক আগে তৃণমূলের কোচবিহার জেলা ও ব্লক কমিটি ঘোষণা নিয়ে বিরোধ হয় । তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী । এরপর থেকেই গত একমাসে দল ও দলনেত্রীর বিরুদ্ধে একাধিকবার সোশাল মিডিয়ায় পোস্ট করেন কোচবিহার দক্ষিণের এই বিধায়ক । তবে এতসব পোস্টের পরও দল বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ।

এরপর আজ সকালে বিধায়ক সোশাল মিডিয়ায় পোস্ট করেন, "বহুকাল পরে এবার এক নিষ্প্রভ দীপাবলি দেখে মন বিষণ্ণ হয়েছিল । তেমনই ভেবে বিস্মিত হয়ে যাই, যে দলের অভিধানে ‘সম্মান’ বলে শব্দটিই অনুপস্থিত সেই দলে বাইশটা বছর কাটিয়ে দিলাম । কী করে সম্ভব হল, কেন তা সম্ভব হল, এসব প্রশ্ন উঠে আসে নিজের মনেই ! উত্তর একটাই খুঁজে পাই, দিদি ! দলের ভেতর অজস্র অপমান অবমাননা ক্রমাগত সহ্য করে গেছি অকারণে । চুপ করে থাকার জন্য শুভানুধ্যায়ীরাও বিরক্ত হয়েছেন বারবার । কিন্তু আমার উত্তর একটাই ছিল, দিদি ! যার উপর বিশ্বাস-আস্থাতেই এতদিন টিকে ছিলাম ।"

আরও পড়ুন : আস্থা ভেঙে চুরমার হওয়াই কি স্বাভাবিক নয় ?, মমতাকে প্রশ্ন মিহিরের

তিনি আরও লেখেন, "1990 সাল থেকে তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) নেতৃত্ব মেনে দীর্ঘ 30 বছর অতিক্রম করার পর হঠাৎ বোধগম্য হয়েছে, এ দল এখন আর আমার দিদি-র দল নয়, দিদি এখানে নিস্পৃহ । তাই 'দিদির লোক' এখানে অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন । অন্যায্য সবকিছু মেনে নিয়ে 'যো হুজুর' করে টিকে থাকতে পারলে থাক, নয়ত তফাৎ যাও। "

দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার বিষয়টিও প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন মিহিরবাবু । লিখেছেন, "দল আর আমার নেত্রীর হাতে নেই । এই দল আর আমার নয়, হতে পারে না । তাই এই দলের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করাটাই কি স্বাভাবিক নয় ?"

বিধায়ক মিহির গোস্বামীর ফেসবুক পোস্ট

যদিও আজকের এই পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি । গোটা বিষয়টি নিয়ে BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, "তৃণমূল ও তার দলনেত্রী কেমন, তা তাঁর দলের বিধায়কই ভালো বলতে পারবেন ।"

কী বললেন BJP-র কোচবিহার জেলা সম্পাদক ?

ABOUT THE AUTHOR

...view details