পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tmc Clash Dinhata: দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, মৃত 2 - Cooch Behar

কোচবিহারের দিনহাটার গীতালদহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলে গুলি ৷ ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 5 জন ৷ দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এই ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।

Tmc Clash Dinhata
দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, মৃত 2

By

Published : Oct 11, 2021, 10:17 AM IST

Updated : Oct 11, 2021, 11:01 AM IST

কোচবিহার, 11 অক্টোবর: কোচবিহারের দিনহাটার গীতালদহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ আহত হন 5 জন । রবিবার রাত দশটা নাগাদ দিনহাটা থানার অন্তর্গত গীতালদহে এই ঘটনাটি ঘটে । অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হন 5 জন ৷ তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । এই ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। দিনহাটা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

জানা গিয়েছে, এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকার বিধায়ক জগদীশ বসুনিয়া এবং ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের অনুগামীদের মধ্যে বিরোধ চলছিল। ইতিমধ্যেই এই বিরোধের জেরে সঞ্জয় বর্মনের অনুগামী গীতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে বিধায়ক গোষ্ঠীর সদস্যরা। যদিও বিধানসভা উপনির্বাচনের নির্বাচনী আচরনবিধি জারি থাকায় সেই সভা হয়নি। তবে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল এলাকা । রবিবার রাতে হঠাৎই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । চলে গুলি । তাতেই গুরুতর জখম হয়ে মৃত্যু হয় দুজনের ৷

আরও পড়ুন: দিনহাটায় মনোনয়ন দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, "বিজেপির মদতপুষ্ট ব্লক সভাপতির অনুগামীরা গুলি চালানোর ঘটনা ঘটিয়েছে ।" ব্লক সভাপতি সঞ্জয় বর্মন বলেন, "গোষ্ঠীকোন্দলের অভিযোগ ভিত্তিহীন। জমি নিয়ে পারিবারিক গন্ডগোল। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজনও ৷"

Last Updated : Oct 11, 2021, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details