কোচবিহার, 11 অক্টোবর: কোচবিহারের দিনহাটার গীতালদহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের ৷ আহত হন 5 জন । রবিবার রাত দশটা নাগাদ দিনহাটা থানার অন্তর্গত গীতালদহে এই ঘটনাটি ঘটে । অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হন 5 জন ৷ তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । এই ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। দিনহাটা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
জানা গিয়েছে, এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকার বিধায়ক জগদীশ বসুনিয়া এবং ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের অনুগামীদের মধ্যে বিরোধ চলছিল। ইতিমধ্যেই এই বিরোধের জেরে সঞ্জয় বর্মনের অনুগামী গীতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে বিধায়ক গোষ্ঠীর সদস্যরা। যদিও বিধানসভা উপনির্বাচনের নির্বাচনী আচরনবিধি জারি থাকায় সেই সভা হয়নি। তবে গত কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল এলাকা । রবিবার রাতে হঠাৎই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । চলে গুলি । তাতেই গুরুতর জখম হয়ে মৃত্যু হয় দুজনের ৷