কোচবিহার, 4 নভেম্বর : কোচবিহারে তৃণমূলের পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা হতেই ক্ষোভ দেখা গেল কোচবিহার-2 নম্বর ব্লকে । কমিটির একাধিক সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করতে চেয়েছেন । তাদের মধ্যে কেউ কেউ পদত্যাগ পত্র অঞ্চল সভাপতির কাছে জমাও দিয়েছেন । যদিও এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "কোথাও কোনও অভিযোগ নেই । আমাদের কাছে কেউ অভিযোগ করেনি ।"
জানা গেছে, গতকাল তৃণমূলের বর্ধিত সভায় জেলার বিধায়করা গরহাজির ছিলেন । সেই সভাতে তৃণমূলের 22টি ব্লক কমিটির মধ্যে 7টি ব্লকের পূর্ণাঙ্গ ব্লক কমিটি এবং অঞ্চল সভাপতির নাম ঘোষণা করা হয় । তারপর থেকেই ক্ষোভ দেখা দেয় কোচবিহার 2 ব্লকে । ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন বিধায়ক মিহির গোস্বামী । দলের বিভিন্ন সভাতেও অধিকাংশ বিধায়কদের উপস্থিতি দেখা যাচ্ছে না ৷