পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে তৃণমূলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে ক্ষোভ, মিছিলে অনৈক্যের চেহারা - তৃণমূলের মিছিলে কোন্দল

কোচবিহারে তৃণমূলের মিছিলে নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এল ৷ দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন না অনেকেই ৷

দিনহাটায় তৃণমূলের মিছিল
দিনহাটায় তৃণমূলের মিছিল

By

Published : Nov 5, 2020, 1:45 PM IST

কোচবিহার, 4 নভেম্বর : কোচবিহারে তৃণমূলের পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা হতেই ক্ষোভ দেখা গেল কোচবিহার-2 নম্বর ব্লকে । কমিটির একাধিক সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করতে চেয়েছেন । তাদের মধ্যে কেউ কেউ পদত্যাগ পত্র অঞ্চল সভাপতির কাছে জমাও দিয়েছেন । যদিও এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "কোথাও কোনও অভিযোগ নেই । আমাদের কাছে কেউ অভিযোগ করেনি ।"

জানা গেছে, গতকাল তৃণমূলের বর্ধিত সভায় জেলার বিধায়করা গরহাজির ছিলেন । সেই সভাতে তৃণমূলের 22টি ব্লক কমিটির মধ্যে 7টি ব্লকের পূর্ণাঙ্গ ব্লক কমিটি এবং অঞ্চল সভাপতির নাম ঘোষণা করা হয় । তারপর থেকেই ক্ষোভ দেখা দেয় কোচবিহার 2 ব্লকে । ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন বিধায়ক মিহির গোস্বামী । দলের বিভিন্ন সভাতেও অধিকাংশ বিধায়কদের উপস্থিতি দেখা যাচ্ছে না ৷

কোচবিহারে তৃণমূলের মিছিলে অনৈক্যের চেহারা ৷ দেখুন ভিডিয়ো...

টাকাগাছ-রাজারহাট অঞ্চলের নেতা নীরেন রায় বলেন, "আমাকে ব্লক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে । কিন্তু এ নিয়ে দলে চরম ক্ষোভ দেখা দেয় । কমিটি থেকে বহু যোগ্য নেতা-নেত্রীদের বাদ দেওয়া হয়েছে । এটা পরিবর্তন হওয়া দরকার । তাই আমি এই পদ থেকে ইস্তফা দিয়েছি ।"

এদিকে আজ BJP-র বিরুদ্ধে তৃণমূলের মিছিল ঘিরেও অনৈক্যের চেহারা দেখা যায় । মিছলে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না দিনহাটা মহকুমার আরও এক বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ।

ABOUT THE AUTHOR

...view details