কোচবিহার, 15 ডিসেম্বর:কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC Inner Clash In Cooch Behar) ঘটনা ঘটল ৷ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে জখম হন 1 তৃণমূল কর্মী ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ আতঙ্কে দোকান বন্ধ করে দেন দোকানদাররা ৷ একাধিক বোমাবাজির ঘটনাও ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ ৷
নয়ারহাটবাজারে মঙ্গলবার রাতে তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে দলেরই নয়ারহাট অঞ্চলের তৃণমূল নেতা মনোজ কুমার রায় এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ জখম তৃণমূল কর্মীর নাম হিমাদ্রি রায়বর্মা ৷ জখম কর্মীকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর অবস্থার অবনতি হলে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় ৷ তাঁকে দেখতে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে যান মাথাভাঙ্গা- 1 ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক মজিবুর হোসেন এবং সংখ্যালঘু ব্লক সভাপতি রাজিবুল হাসান ৷