কোচবিহার, 10 ডিসেম্বর : এলাকায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত কোচবিহারের বক্সিরহাট ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ আহত অন্তত 15 জন ৷ মৃতের নাম কাশেম শেখ ৷ আহতদের আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
আজ দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের আকার ধারণ করে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বক্সিরহাটের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারী এলাকা (tmc inner clash in Cooch Behar)। মূলত অঞ্চল সভাপতি খোকন সাহা এবং দুই পঞ্চায়েত ব্লক সভাপতি ধনেশ্বর বর্মনের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটে ৷ দলের ফলিমারী অঞ্চল সভাপতি গোকুল সাহা বলেন, "আজ সকালে বিভিন্ন বুথ কমিটির সভাপতিদের নিয়ে পার্টি অফিসে মিটিং ডাকা হয়েছিল । মিটিংয়ে যোগ দিতে আসার সময় দফায় দফায় বিজেপি থেকে তৃণমূলে আসা কিছু দুষ্কৃতী হামলা চালায় ।" হামলায় মৃত্যু হয়েছে কাশেম শেখ নামে এক তৃণমূল কর্মীর ৷