পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে ধুন্ধুমার দিনহাটায়, ফাটল বোমা, চলল গুলি

শুক্রবার ভোর-রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছে । এই ঘটনায় এখনও অবধি দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

TMC groups clash at Dinhata
TMC groups clash at Dinhata

By

Published : Nov 6, 2020, 4:02 PM IST

Updated : Nov 6, 2020, 4:36 PM IST

দিনহাটা, 6 নভেম্বর : গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা ৷ ফাটল বোমা, চলল গুলি ৷ দিনহাটা-2 ব্লকের নাজিরহাট-2 গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় ধু্ন্ধুমার হয় শুক্রবার । শুক্রবার ভোর-রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছে । 6টি মোটরবাইকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় । খবর পেয়ে দিনহাটা থেকে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী ৷ পুলিশ আসার নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।

দিনহাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটা-2 ব্লকের নাজিরহাট-2 গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল রয়েছে । মূলত নাজিরহাট -2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা দিনহাটা-2 পঞ্চায়েত সমিতির সদস্য তরণীকান্ত বর্মণের সঙ্গে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের অনুগামীদের বিরোধ দীর্ঘদিনের । গত বুধবার রাতে শালমারা এলাকায় গরু পাচারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এরপর আজ সকাল থেকে লাঠি, বোমা, গুলি নিয়ে হামলা চালায় একপক্ষ ৷ পালটা হামলা চালায় অন্য পক্ষও ৷

দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, "দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছে । পুলিশকে বলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ।"

কোচবিহারের পুলিশ সুপার সানা আখতার বলেন, "সংঘর্ষের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । "

Last Updated : Nov 6, 2020, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details