কোচবিহার, 18 নভেম্বর: কোচবিহারে (Coochbehar) আবারও প্রকাশ্যে শাসক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল (TMC Factionalism) ৷ মাথাভাঙায় (Mathabhanga) দলের নতুন ব্লক ও অঞ্চল কমিটি ঘোষিত হতেই শুরু সংঘাত ৷ নয়া কমিটি (New Block Committee) পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা (Party Members Lock Local Office) ৷ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা বললেন তৃণমূল জেলা সভাপতি ৷ মানতে নারাজ গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব ৷
বৃহস্পতিবারই মাথাভাঙ্গা-1 ব্লকের শিকারপুর এলাকায় নয়া অঞ্চল ও ব্লক কমিটি গঠন করে তৃণমূল নেতৃত্ব ৷ এর 24 ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তৃণমূল কর্মীরা ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাথাভাঙা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি কামাল হোসেন বলেন, "2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা ভোটে যাঁরা বিজেপি-এর রক্তচক্ষু উপেক্ষা করে দলের জন্য কাজ করেছিলেন, তাঁদের কাউকে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি ৷ বদলে পার্থপ্রতিম রায়কে হারানোর জন্য বিজেপি-এর যে হার্মাদ সবরকম চেষ্টা করেছিলেন, তাঁকেই কমিটির সদস্য করা হয়েছে ৷ এরই প্রতিবাদে দলের একেবারে সাধারণ কর্মীরা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ৷ এটা তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ৷ "