কোচবিহার, 6 অক্টোবর : একদিকে যখন বিজেপি ছেড়ে এক এক করে বিধায়ক-সাংসদ তৃণমূল কংগ্রেসের পথে পা বাড়াচ্ছেন, সেই সময় নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তৈরি হল উত্তরবঙ্গের জেলা কোচবিহারে ৷ নাটাবাড়ির বিধায়ক বিজেপির মিহির গোস্বামীর বাড়িতে জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের হঠাৎ হাজির হলেন বুধবার ৷ তাহলে কি এবার মিহির গোস্বামীও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চলেছেন ? যদিও দুই নেতাই এদিন সংবাদমাধ্যমের সামনে জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ।
আরও পড়ুন :Udayan Guha : দিনহাটায় প্রার্থী ঘোষণার পর দলেরই একাংশকে হুঁশিয়ারি উদয়ন অনুগামীদের
তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলের সঙ্গে যুক্ত ছিলেন মিহির গোস্বামী । একাধিকবার তৃণমূলের বিধায়ক ছিলেন । কিন্তু বিধানসভা নির্বাচনের আগে গত ডিসেম্বর মাসে তৃণমূল নেতৃত্বের উপর বিক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি । বিজেপি এবার তাঁকে নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী করে । ওই কেন্দ্রে হেভিওয়েট রবীন্দ্রনাথ ঘোষকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিধায়ক হন মিহিরবাবু ।
এরপর তিনি বিজেপি বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন । বুধবার হঠাৎ করে কোচবিহার শহরের তেঁতুলতলা এলাকায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন হাজির হতেই জল্পনা দেখা দেয় । রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে ।