পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলা সভাপতি বদলের 24 ঘণ্টার মধ্যেই ভাঙা হল ব্লক কমিটি - block commitee

সভাপতি বদলের 24 ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হল কোচবিহার জেলার সব ব্লক কমিটি ।

কোর কমিটির বৈঠক

By

Published : Jun 8, 2019, 11:02 PM IST

কোচবিহার, 8 জুন : কোচবিহার জেলার সব ব্লক কমিটি ভেঙে দেওয়া হল । পাশাপাশি ব্লকগুলির দায়িত্ব দেওয়া হল এলাকার বিধায়কদের । আজ একথা জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচবিহার জেলার তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ ।

শুক্রবার কোচবিহার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঘোষকে । নতুন সভাপতি করা হয় প্রাক্তন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণকে । আর সভাপতি হওয়ার 24 ঘণ্টার মধ্যেই ভেঙে দেওয়া হল কোচবিহার জেলার সব ব্লক কমিটি । কোচবিহারের আট বিধায়ক ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে নিয়ে একটি কোর কমিটি তৈরি করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী । এই কমিটিতে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ । আজ সেই কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

তৃণমূলের জন্মলগ্ন থেকেই কোচবিহার জেলা সভাপতি পদে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ । গত তিনবছর ধরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পদেও তিনি রয়েছেন । ফলে জেলার বিভিন্ন ব্লক কমিটি গড়ার ক্ষেত্রে তাঁর কথাই ছিল শেষ কথা । অভিযোগ, সেই সূত্রে স্থানীয় বিধায়কদের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজেদের অনুগামীদেরই বিভিন্ন ব্লকের দায়িত্ব দিতেন । তাই মাঝেমধ্যেই দলের অন্দরে ক্ষোভ দেখা দিত । যা পরবর্তীতে গোষ্ঠীকোন্দলে পরিণত হয় । রাজনৈতিক মহলের ধারণা লোকসভা নির্বাচনে কোচবিহারে শাসকদলের পরাজয়ের পিছনে এই গোষ্ঠীকোন্দল ছিল অন্যতম কারণ । তাই কার্যত রবীন্দ্রনাথ ঘোষকে কোণঠাসা করতেই ব্লক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের মত ।

ABOUT THE AUTHOR

...view details