বিজেপির রথযাত্রা বাতিলের দাবিতে তৃণমূলের বিক্ষোভ কোচবিহার, 11 ডিসেম্বর: বিজেপির রথযাত্রা নিয়ে চরম উত্তেজনা ছড়াল কোচবিহারে। এমনকী রথযাত্রা বাতিল করতে বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভও দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রীর পোস্টারে কালি ছেটানোর অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷
সোমবার দুপুরে আচমকাই রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কর্মীরা। জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে এই বিক্ষোভ দেখায় দলীয় কর্মী-সমর্থকরা। বিক্ষোভ শুরু হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। জেলা তৃণমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "বাংলার মানুষ 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না। আর বিজেপি রথযাত্রার নামে নাটক করছে। তাই রথযাত্রা বানচাল করতে এই বিক্ষোভ দেখানো হয়।"
রাস উৎসবের মধ্যেই এদিনের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায়। যদিও বিজেপি কোচবিহার জেলা কার্যালয়ে সেই সময় কর্মী-সমর্থকদের সংখ্যা কম থাকায় এদিন বড় গন্ডগোল এড়ানো গিয়েছে বলেই মত জেলা প্রশাসনের। বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "তৃণমূলের দুর্নীতি ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচারের লক্ষ্যে এই রথযাত্রা। সুতরাং তৃণমুল ভয় পেয়ে গিয়েছে বলেই এদিন বাধা দিয়েছে।" অন্যদিকে, এদিন বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টারে কালি ছেটানোর অভিযোগ উঠেছে তৃণমুল কর্মীদের বিরুদ্ধে। এদিন দুপুরে নিউ কোচবিহার এলাকায় পুলিশের সামনেই বিজেপির রথযাত্রা উপলক্ষে যে গাড়ি সাজানো হয়েছিল সেখানে থাকা প্রধানমন্ত্রীর পোস্টারে কালি ছেটানো হয় বলে অভিযোগ। যদিও পুলিশ গিয়ে তাদের এলাকা থেকে সরিয়ে দেয়।
কোচবিহার দুই ব্লক তৃণমুল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে বলেন, "মানুষ 100 দিনের কাজ করে দু'বছর ধরে টাকা পাচ্ছে না। অথচ মোদির হাসিমুখ ছবি দিয়ে লেখা রয়েছে বিকশিত ভারত ৷ এটা একেবারেই মানায় না। তাই মুখে কালি ছেটানো হয়েছে।" গোটা বিষয়টি নিয়ে পুলিশ অবশ্য এদিন কোনও মন্তব্য করতে চায়নি।
আরও পড়ুন
- 'রাজ্যের সব টাকা নিয়ে যাচ্ছে, বাংলাকে কিছু দিচ্ছে না !' জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে তোপ মমতার
- 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
- সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের মহুয়া মৈত্র