মেখলিগঞ্জ, 22 অগাস্ট : কাটমানি ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্থানীয়রা ৷ টাকা ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর ৷ শেষপর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তিনি ৷ ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জের ৷ তৃণমূল ওই কাউন্সিলরের নাম মন্টু মণ্ডল ৷
স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে পৌর বাসিন্দাদের কাছে কাটমানি নিয়েছেন মেখলিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মন্টু মণ্ডল ৷ প্রায় ১৪ লাখ টাকা কাটমানি ফেরতের দাবিতে একমাস ধরে বিক্ষোভ দেখাচ্ছে বাসিন্দারা ৷ বিক্ষোভের জেরে টাকা ফিরিয়ে দেওয়ায় লিখিত প্রতিশ্রুতিও দেন মন্টুবাবু ৷ 12 অগাস্ট কয়েকজন বাসিন্দাকে ফিরিয়ে দেন টাকা ৷ বাকি টাকা বুধবার ফেরাবেন বলে জানিয়ে দেন ৷ গতকাল তাঁর বাড়ির সামনে সকাল থেকে বাসিন্দারা বিক্ষোভ দেখায় ৷ বিকেলে টাকা ফেরানোর দাবিতে ফের বিক্ষোভ চলা অবস্থায় নিজের ঘরে বিষ পান করেন ওই কাউন্সিলর ৷ তাঁর পরিবারের বক্তব্য , কার্যত উপভোক্তাদের কাটমানির টাকা ফেরতের চাপেই বিষপান করেন মন্টুবাবু ৷ অসুস্থ ওই কাউন্সিলরকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সেখানে তাঁর চিকিৎসা চলছে ৷ কাউন্সিলরের বিষপান নিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ।