পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর হাত-পা বেঁধে চোখে চুন ঢালল দুষ্কৃতীরা

মনোনয়ন শেষ হতে না হতে বিরোধীদের তরফে প্রার্থীদের ভয় দেখানো ও অত্যাচারের অভিযোগ সামনে আসছে ৷ তবে এবার শীতলকুচিতে তৃণমূল প্রার্থীকে হাত পা বেধে চোখে চুন ঢেলে দেওয়ার অভিযোগ উঠল ৷ দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করল শাসকদলের নেতা কর্মীরা ৷

TMC Candidate injured
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর অত্যাচার

By

Published : Jun 17, 2023, 1:34 PM IST

প্রার্থীকে হাত পা বেধে চোখে চুন ঢেলে দেওয়ার অভিযোগ

কোচবিহার, 17 জুন: তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হাত পা মুখ বেঁধে বেধড়ক মারধর করে চোখে চুন ঢেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । শুক্রবার রাত 2টো 30 নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, সে সময় শীতলকুচি 278 নম্বর বুথের সভাপতি এবং তৃণমূল প্রার্থী খবির হোসেন মিয়া তাঁর ঘরে একা শুয়ে ছিলেন । হঠাৎ করে বাড়ির টিন কেটে দুষ্কৃতীরা তাঁর ঘরে ঢোকে ৷ এরপর খবির মিয়ার হাত পা মুখ বেঁধে বেধড়ক মারধর করে এবং চোখে চুন ঢেলে দেওয়া হয়।

তারপরেই ঘরের ভেতরে থাকা আসবাব পড়ে গেলে বাড়ির লোকজন টের পায় । তখন দুষ্কৃতীরা পালিয়ে যায় । গুরুতর আহত খবির মিয়াকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে । তবে এই ঘটনার পরই শনিবার সকাল থেকে শীতলকুচির লালবাজার এলাকায় পথ অবরোধ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ৷ ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ।

প্রার্থীর উপর হামলা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন, "আমাদের প্রার্থী মাটির ঘরে থাকতেন ৷ সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাঁর হাত পা ও চোখ বেঁধে অমানবিক অত্যাচার করা হয়েছে ৷ ভগবান সহায় থাকায় তিনি বেঁচে গিয়েছেন ৷ দুষ্কৃতীদের এই তাণ্ডব আমরা কোনওভাবেই মেনে নিতে পারছি না ৷ অবিলম্বে পুলিশ দোষীদের গ্রেফতার না-করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

আরও পড়ুন:বিরোধীদের ভয় দেখানোর নয়া উপায় ! জয়নগরে নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান, মালা ও মিষ্টি

কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, "পশ্চিমবঙ্গের সব জায়গায়ই এই দুষ্কৃতী তাণ্ডব চলছে ৷ তৃণমূল থেকে বিজেপির প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে ৷ রাজ্যের বিশৃঙ্খল অবস্থা ৷ কোন প্রার্থী সম্মানহানি বা ক্ষতি না হোক তা আমরা চাই ৷ অবিলম্বে এগুলো বন্ধ হোক ৷ দলমত নির্বিশেষে পুলিশ উপযুক্ত ভূমিকা গ্রহণ করুক এবং দোষীদের শাস্তি দিক ৷ রাজ্যজুড়ে দুষ্কৃতী তাণ্ডব চলছে । কে কার শত্রু বোঝার উপায় নেই ।"

ABOUT THE AUTHOR

...view details