কোচবিহার, 4 অগাস্ট : "দিদিকে বলো " প্রচার কর্মসূচি ৷ যোগ দিয়েছিলেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ৷ কিন্তু কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গেই এলাকায় তৃণমূল-BJP সংঘর্ষ ৷ গুরুতর জখম উভয়পক্ষের দু'জন ৷
আরও পড়ুন : "দিদিকে বলো"-তে ফোনের পর হামলা হলে মুখ্যমন্ত্রী সামলাবে ? প্রশ্ন তৃণমূল কর্মীর
গতকাল কোচবিহারের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় "দিদিকে বলো " প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷ যোগ দিয়েছিলেন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ৷ কর্মসূচির পাশাপাশি ওই এলাকাতেই রাত কাটানোর কথা ছিল মন্ত্রীর ৷ সেখানে গিয়ে দুপুর 3টে নাগাদ প্রথমে তিনি মাথাভাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অঞ্জলি সিংহ বর্মণের বাড়িতে বৈঠক করেন । অভিযোগ, মন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই সেখানে ভাঙচুর চালায় BJP ৷ এরপরই এলাকায় তৃণমূল-BJP সংঘর্ষ বাধে ৷ ঘটনায় জখম উভয়পক্ষের দু'জন ৷ তাদের ফালাকাটা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আরও পড়ুন :ফোন ধরেনি কেউ, 'দিদিকে বলাই' হল না ডেঙ্গি আতঙ্কের কথা !