পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতলকুচিতে তৃণমূল-BJP সংঘর্ষ - কোচবিহার

কোচবিহারের শীতলকুচিতে 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ভাঙচুরের ঘটনায় জখম 5 BJP কর্মী ৷

দলীয় অফিস দখল ঘিরে ফের উত্তপ্ত শীতলকুচি

By

Published : Aug 19, 2019, 3:18 PM IST

কোচবিহার, 19 অগাস্ট : শীতলকুচি ব্লকের খালিসমারি এলাকার সরকারহাটে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ জখম হয়েছে 5 BJP কর্মী ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

BJP-র বক্তব্য, তৃণমূল কর্মীরা 15টির মতো বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷ শীতলকুচি ও মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থানে আসে । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হিতেন বর্মণ নামে এক BJP কর্মী ৷

শীতলকুচির BJP নেতা সন্তোষ বর্মণ বলেন, "বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা ৷ পাঁচ জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে হিতেনবাবুর অবস্থা আশঙ্কাজনক ৷''

কোচবিহারের শীতলকুচিতে 15টি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ভাঙচুরের ঘটনায় জখম 5 BJP কর্মী

BJP কর্মী অমিত বর্মণের কথায়, "শীতলকুচি ব্লকের খালিসমারি এলাকায় আমাদের অফিস দখল করতে যায় তৃণমূলের কিছু দুষ্কৃতী । ধারালো অস্ত্রের কোপে আমাদের এক কর্মী জখম হন ৷" যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা সাহের আলি বলেন, "ওটা BJP-র গোষ্ঠী কোন্দল । ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।"

ABOUT THE AUTHOR

...view details