পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার কাজ নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 9

রাস্তায় কাজ নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ বাধে । ঘটনায় জখম হন 9 জন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ ।

তৃণমূল-BJP সংঘর্ষ

By

Published : Jun 12, 2019, 10:44 PM IST

মেখলিগঞ্জ, 12 জুন : রাস্তার কাজ নিয়ে সংঘর্ষ বাধল তৃণমূল ও BJP-র মধ্যে । ঘটনায় দুই দলের মোট ন'জন জখম হয়েছে বলে জানা গেছে । ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ এলাকার ।

তৃণমূলের অভিযোগ, গ্রামের রাস্তায় কাজ শুরু করতে গেলে BJP কর্মীরা ধারালো অস্ত্র, তির-ধনুক নিয়ে মহিলা শ্রমিকদের উপর আক্রমণ করে । তৃণমূলের দাবি, ওই মহিলারা তাদের দলের । এছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতেও আগুন লাগিয়ে ভাঙচুর চালানো হয় । ঘটনায় তিরবিদ্ধ হন তিনজন মহিলা । পাথরের আঘাতে আরও তিনজন মহিলা জখম হয়েছেন ।

BJP-র তরফে জানানো হয়, কাজ ঠিক মতো করার দাবি জানিয়েছিলেন তারা । তখন তৃণমূলের কর্মীরাই প্রথমে হামলা চালায় । এই ঘটনায় BJP- র তিনজন কর্মী জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশ রয়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের জয়া বর্মণ বলেন, "রাস্তার কাজ নিয়ে আজ আমাদের মিটিং ছিল । আচমকা BJP হামলা চালায় আমাদের বাড়িতে । ছ'জন ঘটনায় জখম হয় । বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় ওরা ।" অন্যদিকে স্থানীয় BJP নেতা পবন কুমার ভাদানি বলেন, "তৃণমূল প্রথমে হামলা চালায় । ঘটনায় BJP-র তিনজন জখম হয় । এক BJP কর্মীর বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details