পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 18, 2019, 3:30 PM IST

ETV Bharat / state

এলাকা দখলকে ঘিরে দিনহাটায় তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুর

এলাকা দখলকে কেন্দ্র করে দিনহাটায় সংঘর্ষে জড়াল তৃণমূল-BJP ৷ ব্যাপক বোমাবাজি হয় ৷

ভাঙচুর

কোচবিহার, 18 অগাস্ট : এলাকা পুনর্দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও BJP-র সংঘর্ষে উত্তেজনা ছড়াল দিনহাটায় ৷ ভাঙচুর চালানো হয় কমপক্ষে 40টি দোকানে ৷ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা ৷ দুই দল একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ৷

কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন BJP-র নিশীথ প্রামাণিক ৷ এরপর থেকেই এলাকায় গেরুয়া শিবিরের দাপট বাড়তে থাকে ৷ হাজারের বেশি তৃণমূলকর্মী ঘরছাড়া ছিলেন ৷ গতকাল সন্ধ্যায় নাজিরহাট দখলের চেষ্টা করে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক ৷ নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় ৷ সেই সময় BJP-র একটি কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ পালটা পার্থপ্রতিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে ৷

দোকানে ভাঙচুর

রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ ব্যাপক বোমাবাজি হয় ৷ নাজিরহাট বাজারের 40টি দোকানে ভাঙচুর চালানো হয় ৷ কয়েকটি দোকানে আগুনও লাগানো হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় দমকল ও সাহেবগঞ্জ থানার পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দোকান ভাঙচুরের প্রতিবাদে আজ দোকান বন্ধ রেখেছেন নাজিরহাটের ব্যবসায়ীরা ৷ দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, "রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে যেভাবে দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, তা নিন্দনীয় ।"

এই সংঘর্ষের দায় অবশ্য দুই দলই একে অপরের চাপিয়েছে ৷ এলাকার বিধায়ক বলেন, "BJP আশ্রিত দুষ্কৃতীদের নেতৃত্বে গতরাতে নাজিরহাট বাজারে তাণ্ডব চালানো হয়েছে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ স্থানীয় নেতা সাদ্দাম রায়ের অভিযোগ, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর ও বোমাবাজি করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details