দিনহাটা, 4 ডিসেম্বর: তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম পাঁচজন । ভাঙচুর করা হল বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি । শনিবার রাতে দিনহাটা আমবাড়ি বাজারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে (TMC and BJP Clash at Dinhata) । গুরুতর জখম অবস্থায় নূর ইসলাম মিঞা ও ময়নাল শেখ নামে দুই তৃণমূল কর্মীকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । পরে সেখান থেকে 2 জনকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । গোটা ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ পালটা অভিযোগ করেছে ।
জানা গিয়েছে, এদিন রাতে দিনহাটার নিগম নগর বাজারে তৃণমূলের কর্মিসভা ছিল । সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । সেই সভা শেষে রাতে যখন তৃণমূল কর্মীরা বাড়ি ফিরছিলেন সেই সময়ই আমবাড়ি এলাকায় নূর ইসলাম মিঞা ও ময়নাল শেখ নামে দুই তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ । পাশাপাশি বিজেপির 23 নম্বর মণ্ডল সভাপতি বিদ্যুৎ কুমার সরকারের বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি তাঁকে এবং তাঁর বাড়ির সদস্যদের মারধর করা হয় বলে বিজেপির দাবি ।