পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুফানগঞ্জে বিজেপির উপর হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - TMC Allegedly attacked on BJP in Tufanganj Cooch behar

কোচবিহারের তুফানগঞ্জের মহিষকুচিতে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনায় দিলীপ ঘোষ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন ৷ শাসকদলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

তুফানগঞ্জে বিজেপির ওপর হামলা
তুফানগঞ্জে বিজেপির ওপর হামলা

By

Published : Jun 28, 2021, 9:48 AM IST

কোচবিহার, 28 জুন : বিজেপির কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তুফানগঞ্জের মহিষকুচিতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন করেন দিলীপ ঘোষ ৷

শনিবার রাতে তুফানগঞ্জ-2 ব্লকের মহিষকুচি-1 গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজারে দুই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকে দোকানে ভাঙচুর করে লুটপাট চালায় বলে অভিযোগ । এর আগে শুক্রবারও বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । সেই ঘটনায় গুরুতর জখম হন দুই মহিলা ৷ তাঁরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'তুফানগঞ্জে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে । সেখানে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, মারপিট হয় ৷ তার সঙ্গে আমাদের লোকেদের বাড়ি ভাঙচুর করা হয় ৷ তাঁদের মারধর করা হয় ৷ শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতে পুলিশ আমাদের লোকজনকেই গ্রেফতার করে নিয়ে গিয়েছে ৷ পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছে ৷'

তুফানগঞ্জে বিজেপির ওপর হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনলেন দিলীপ ঘোষ ৷

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূলের জেলা সম্পাদক রাহুল রায় বলেন, 'অভিযোগ ভিত্তিহীন ।' ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

আরও পড়ুন : ‘বাংলার যুবরাজ অভিষেক’, যুবশক্তিকে চাঙ্গা করতে নয়া গান তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details