কোচবিহার, 28 জুন : বিজেপির কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তুফানগঞ্জের মহিষকুচিতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন করেন দিলীপ ঘোষ ৷
শনিবার রাতে তুফানগঞ্জ-2 ব্লকের মহিষকুচি-1 গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি বাজারে দুই বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকে দোকানে ভাঙচুর করে লুটপাট চালায় বলে অভিযোগ । এর আগে শুক্রবারও বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । সেই ঘটনায় গুরুতর জখম হন দুই মহিলা ৷ তাঁরা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।