কোচবিহার, 17 সেপ্টেম্বর : তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠলো BJP-র বিরুদ্ধে। বুধবার রাতে মাথাভাঙা -1নম্বর ব্লকের হাজরাহাটে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম গণেশ সরকার(৪০)। গতকাল রাতে BJP-র গুন্ডা বাহিনী গণেশ সরকারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলায় গণেশ সরকারের মৃত্যু হয়। জখম হয় তার ভাই বিমল সরকার।
কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য - মাথাভাঙায় তৃণমূল কর্মী খুন
তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় BJP জড়িত বলে তৃণমূলের অভিযোগ ৷
![কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য tmc activists killed](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8837019-755-8837019-1600353249891.jpg)
তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য
আজ মৃত সেই তৃণমূল কর্মীর বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়। তিনি বলেন , গণেশ সরকার তৃণমূল করে বলে BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। এরফলে গণেশ সরকার মারা যান এবং বিমল সরকার আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারে চিকিৎসাধীন। যদিও BJP-র নেতা উপেন্দ্র সরকার বলেন, জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের গন্ডগোল। এর সাথে । BJP-র কোনও কর্মী এই ঘটনার সাথে জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।