কোচবিহার, 17 সেপ্টেম্বর : তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠলো BJP-র বিরুদ্ধে। বুধবার রাতে মাথাভাঙা -1নম্বর ব্লকের হাজরাহাটে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম গণেশ সরকার(৪০)। গতকাল রাতে BJP-র গুন্ডা বাহিনী গণেশ সরকারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। সেই হামলায় গণেশ সরকারের মৃত্যু হয়। জখম হয় তার ভাই বিমল সরকার।
কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য
তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ এই ঘটনায় BJP জড়িত বলে তৃণমূলের অভিযোগ ৷
তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য
আজ মৃত সেই তৃণমূল কর্মীর বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়। তিনি বলেন , গণেশ সরকার তৃণমূল করে বলে BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। এরফলে গণেশ সরকার মারা যান এবং বিমল সরকার আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারে চিকিৎসাধীন। যদিও BJP-র নেতা উপেন্দ্র সরকার বলেন, জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের গন্ডগোল। এর সাথে । BJP-র কোনও কর্মী এই ঘটনার সাথে জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।