দিনহাটা, 25 অক্টোবর : বাংলাদেশের হিংসা (Bangladesh Violence) নিয়ে বিজেপির (BJP) সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ এই নিয়ে তিনি সরাসরি নিশানা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ তাঁর অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা বাংলাদেশের হিংসার কথা বলে বাংলায় ভোট বাড়াতে চাইছেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee : বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা, দিনহাটায় দাবি অভিষেকের
আগামী 30 অক্টোবর কোচবিহারের দিনহাটা বিধানসভা আসনে উপ-নির্বাচন (Dinhata Bye Election) ৷ সোমবার সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহর সমর্থনে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রচার মঞ্চ থেকেই তিনি বাংলাদেশের হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন ৷
আরও পড়ুন :Mamata Banerjee : 15 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, চলতি বছরের দুর্গাষ্টমীর দিন থেকে বাংলাদেশে একাধিক পুজো মণ্ডপে ভাঙচুর করা হয়েছে ৷ হামলা হয়েছে একাধিক মন্দিরেও ৷ আক্রান্ত হয়েছেন ওই দেশের সংখ্যালঘু হিন্দুরা ৷ এই নিয়ে এপারে সরব হয়েছে বিজেপি ৷ তাদের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ৷ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী ৷