কোচবিহার, 26 জুন: আজ 26 জুন । আজ 'তিনবিঘা শহিদ দিবস' । তার আগে রবিবার থেকে নেতা মন্ত্রীদের শহিদ দিবস পালন বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ল কোচবিহারে ৷ এই পোস্টার লাগিয়েছেন শহিদ পরিবারের সদস্যরাই । তাঁদের দাবি, সঙ্গে প্রতারণা করা হয়েছে ৷ তিনবিঘা আন্দোলনে শহিদ পরিবারগুলির সদস্যদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ তবে সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পূরণ হয়নি ৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের মধ্যেই তারা ফের তিনবিঘা শহিদ দিবস পালনে নেতা মন্ত্রীদের বয়কটের ডাক দিয়েছে ৷ শহিদ বেদিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী-সহ কোন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীকে মাল্যদান করতে দেবেন না বলে জানিয়েছেন ওই পরিবারগুলির সদস্যরা ৷
প্রসঙ্গত, প্রতিবছর তিনবিঘা আন্দোলনের শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন দলের নেতা থেকে মন্ত্রীরা ৷ সেই সময় এতদিন শহিদ পরিবারের পাশে থাকার ও কর্মসংস্থনের আশ্বাস দিয়ে এসেছেন তারা ৷ কিন্তু কেউ প্রতিশ্রুতি পূরণ করেনি বলে শহিদ পরিবারগুলির অভিযোগ ৷ জানা গিয়েছে, তিনবিঘা আন্দোলনে তিনটি শহিদ পরিবারের তিন সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ৷ অন্যদিকে, বিজেপি সভাপতি দিলীপ ঘোষও ওই পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন ৷ কিন্তু শেষ পর্যন্ত কেউই পাশে থাকেননি বলে দাবি পরিবারগুলির ৷ ফলে এবার শহিদ দিবস পালনে নেতা মন্ত্রীদের বয়কট করলেন মৃতের পরিবারের সদস্যরা ।
আরও পড়ুন:তিনবিঘা শহিদ দিবসে তৃণমূল-বিজেপির মৃতদের পরিবারের পাশে থাকার প্রতিযোগিতা
তাঁদের কথায়, সাধারণ মানুষ শহিদ দিবস পালন করতে পারে ৷ তাদের কোনওরকম বাঁধা দেওয়া হবে না ৷ পরিবারগুলি নিজেরাও শহিদ দিবস পালন করবেন ৷ কিন্তু কোনও নেতা বা মন্ত্রীদের শহিদ দিবস পালন বা শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না । এমনটাই জানালেন কোচবিহারের সীমান্তে ঐতিহাসিক তিনবিঘা আন্দোলনের শহিদ পরিবারের সদস্যরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তের ভারত-বাংলাদেশ কাঁটাতার ঘেঁষে রয়েছে এই তিনটি শহিদ বেদি । আর সেই বেদিতেই পড়েছে পোস্টার । তাতে লেখা, "ছি: ছি: নেতা মন্ত্রীদের এত প্রতিশ্রুতি দেওয়ার পরেও আজ পর্যন্ত শহিদ পারিবারের কোন কর্মসংস্থান বা সহযোগিতা না পাওয়ার কারণে বেদিতে মাল্যদান বন্ধের ডাক দেওয়া হয়েছে ।"
প্রশ্ন উঠছে কেন এই পদক্ষেপ ? শহিদ পরিবারের তরফে জানানো হয়েছে, বছর দুয়েক আগে এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী শহিদ পরিবারগুলির দাবি মতো কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু সেই প্রতিশ্রুতির দুই বছর পেরিয়ে গেলেও কোনও কর্মসংস্থান হয়নি । তাই এবার মাল্যদান বয়কটের ডাক দিয়েছেন তাঁরা । একাধিকবার পরেশের বাড়িতে ও দফতেরে হন্যে হয়ে ঘুরেও লাভ হয়নি বলে অভিযোগ পরিবারগুলির । শুধু তাই নয়, বিজেপি ও অন্যান্য দলের তরফে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি বলে শহিদ দিবস পালনে নেতা মন্ত্রীদের বয়কটের ডাক পরিবারগুলির ।