কোচবিহার, 2 মে :ঈদ উৎসবে কোচবিহারের মেখলিগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করল বিএসএফ । মেখলিগঞ্জ সীমান্তে বিএসএফের 40, 180, 148 নম্বর ব্যাটালিয়ন সীমান্তে প্রহরা জোরদার করেছে (Tight Security on Eid at India-Bangladesh border)।
বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের তরফে প্রতিটি ব্যাটালিয়নের আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে । এছাড়া মেখলিগঞ্জ সীমান্তে বেশ কিছু এলাকা উন্মুক্ত ৷ এই উন্মুক্ত সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাচালান-সহ অনুপ্রবেশের অভিযোগ আছে ৷ সমস্তরকম বেআইনি ঘটনা এড়াতে সীমান্তে কড়া নজর রাখছে বিএসএফ ৷