পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar TMC: রিপোর্ট কার্ড দেখেই পঞ্চায়েতের টিকিট মিলবে, কর্মীসভায় ঘোষণা তৃণমূল বিধায়কের - রিপোর্ট কার্ড দেখেই পঞ্চায়েতের টিকিট মিলবে জানালেন বিধায় জগদীশ বর্মা বসুনিয়া

পঞ্চায়েতের টিকিট মিলবে হাজিরা খাতার ভিত্তিতে তৈরি রিপোর্ট কার্ড দেখে ৷ দলীয় সভায় এমনটাই জানালেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া(Cooch Behar TMC)৷

cooch behar tmc
বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া

By

Published : Jul 31, 2022, 10:59 PM IST

দিনহাটা, 31 জুলাই: পার্টি অফিসে হাজিরা খাতা থাকবে । সেই হাজিরা খাতায় পার্টি অফিসে আসা কর্মীরা প্রতিদিন সই করবেন । তার ভিত্তিতে রিপোর্ট কার্ড তৈরি করা হবে । আর সেই রিপোর্ট কার্ড দেখেই পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেওয়া হবে(tickets of Panchayat election will be available by looking report card said MLA Jagadish Chandra Barma Basunia at party meeting)। রবিবার সকালে দিনহাটার ভেটাগুড়িতে এক কর্মীসভায় এমনটাই বললেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ।

ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যুতে ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে সিবিআই । এই ঘটনায় দলীয় কর্মীদের মনোবল যখন অনেকটাই তলানিতে সেই সময় তাদের উজ্জীবিত করতে কর্মীসভার ডাক দেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । কর্মীসভায় তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন,"6 মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে । প্রতিটা পার্টি অফিসে হাজিরা খাতা থাকবে । সেই হাজিরা খাতায় আমার দলের নেতাকর্মী এসে সই করবেন । তা দেখে রিপোর্ট কার্ড তৈরি হবে । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জনগণের কাছ থেকে আমরা প্রার্থী চাইব । যারা দলের কাজ না করে দেওয়ালে পা দিয়ে বসে থাকে আর ভোটের সময় নেতাদের সঙ্গে ছবি তোলে, তাদেরকে গুরুত্ব না দিয়ে সাধারণ কর্মী যারা দলের হয়ে খেটেছে তাদেরকেও গুরুত্ব দিতে হবে ।"

দলীয় সভায় বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার বক্তব্য

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে তৃণমূল বিধায়ক বলেন, "আজকে ভেটাগুড়ির মানুষ জানে চাকরি দেওয়ার নাম করে কে সবচেয়ে বেশি টাকা তুলেছে, তার মুখে চোর ধরো জেল ভরো কথা মানায় না ।"

আরও পড়ুন :নাম না করে নিশীথকে কড়া আক্রমণ উদয়নের, উসকে দিলেন বিতর্কও

ABOUT THE AUTHOR

...view details