দিনহাটা, 9 সেপ্টেম্বর:শহরজুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত। লাফিয়ে বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা । যার ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর । দিনহাটায় 3 পরিযায়ী শ্রমিকের রক্তে ডেঙ্গির জীবাণু মিলল । এই ঘটনায় স্বাস্থ্য দফতরের মধ্যেও তৎপরতা শুরু হয়েছে (Dengue Virus was Found in Blood of Three Migrant Workers)। ডেঙ্গি আক্রান্ত তিনজনই দিনহাটা মহকুমা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে । এদের মধ্যে 2 জন গত মঙ্গলবার এবং একজন বুধবার অসুস্থ অবস্থায় ভর্তি হয় । হাসপাতালে এই তিনজন ডেঙ্গি আক্রান্ত রোগীকে পৃথক ওয়ার্ডে পর্যবেক্ষনে রাখা হয়েছে । এনএস ওয়ান (Non Structural Protein 1) পদ্ধতিতে এদের রক্তে ডেঙ্গুর জীবাণু মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷
দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রঞ্জিত মণ্ডল জানান, এদের তিনজনের মধ্যে 2 জনের বাড়ি দিনহাটা-1 ব্লকে বাকি 1 জন সিতাই ব্লকের চামটায় বাসিন্দা । এরা ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন । সেখান থেকে জ্বর নিয়ে বাড়ি ফেরেন । জ্বর না কমায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় । এরপর তাঁদের শরীরে ডেঙ্গির হদিশ মেলে ।