কোচবিহার, 12 এপ্রিল : নাটাবাড়িতে BJP কর্মীদের লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জখম হয়েছে তিনজন। তারা বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।
তিরের ঘায়ে জখম 3 BJP কর্মী, অভিযুক্ত তৃণমূল - TMC
কোচবিহারে তিরের ঘায়ে জখম 3 BJP কর্মী, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস
গতকাল কোচবিহারে ভোট হয়েছে। অভিযোগ, গতরাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নাটাবাড়ির বলরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে। তা নিয়ে BJP কর্মীদের সঙ্গে তাদের বচসা হয়। তখন তৃণমূলের দুষ্কৃতীরা BJP কর্মীদের লক্ষ্য করে তির ছোড়ে বলে অভিযোগ। তাতে তিনজন জখম হয়। তাদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। এছাড়া, চান্দামারি বাজারে BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। BJP-র দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত।
কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, "কোচবিহার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন যে হয়নি তার প্রমাণ পাচ্ছি। গতকাল থেকে আমরা অভিযোগ করে আসছিলাম, কোচবিহারের বিভিন্ন এলাকায় অশান্তি করছে তৃণমূল। ভোট মিটতে সেটা আরও বাড়ল।" যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন কোচবিহার তৃণমূলের জেলা সহ-সভাপতি আবদুল জ়লিল আহমেদ বলেন, "এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। এটা BJP-র গোষ্ঠীকোন্দলের ফল।"