পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সকালে গ্রাহকরা গিয়ে দেখেন ব্যাঙ্কের দরজার তালা ভাঙা - কোচবিহারের তুফানগঞ্জ

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন ব্যাঙ্কের প্রধান দরজা খোলা । দরজার তালা ভাঙা । ভেতরে ফাইলপত্র লন্ডভন্ড । বিষয়টি তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে জানায় । ব্যাঙ্কের ম্যানেজার সুভাষ বিশ্বাস জানান, দুষ্কৃতীরা পাঁচটি কম্পিউটার চুরি করেছে । তবে ব্যাঙ্কের ভল্ট ভাঙতে পারেনি । টাকা চুরি যায়নি ।

coachbihar
কোচবিহারের তুফানগঞ্জের গ্রামীন এলাকার ব্যাঙ্কে চুরি

By

Published : Jan 22, 2020, 9:19 PM IST

কোচবিহার , 22 জানুযারি : কোচবিহারের তুফানগঞ্জের গ্রামীণ এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গতকাল চুরি হয় । পাঁচটি কম্পিউটার ব্যাঙ্ক থেকে চুরি করেছে দুষ্কৃতীরা । প্রথমে ঘটনাটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের ৷ তারা বিষয়টি জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থানে যায় ।


সোমবার সকালে গ্রাহকরা গিয়ে দেখেন ব্যাঙ্কের প্রধান দরজা খোলা । দরজার তালা ভাঙা । ভেতরে ফাইলপত্র লন্ডভন্ড । বিষয়টি তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশকে জানায় । ব্যাঙ্কের ম্যানেজার সুভাষ বিশ্বাস জানান, দুষ্কৃতীরা পাঁচটি কম্পিউটার চুরি করেছে । তবে ব্যাঙ্কের ভল্ট ভাঙতে পারেনি । টাকা চুরি যায়নি ।

তুফানগঞ্জের গ্রামীন এলাকার ব্যাঙ্কে চুরি নিয়ে কী বলেন গ্রাহকরা ? দেখুন ভিডিয়োয়...

পুলিশ জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে । এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details