কোচবিহার, 1 অগস্ট : ছিটমহল বিনিময়ের ষষ্ঠ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হল কোচবিহার জেলার মধ্যে থাকা সাবেক ছিটগুলোতে । এই উপলক্ষ্যে শনিবার রাতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি ফাটানো হয় আতসবাজি ৷ এরপর রবিবার সকালে প্রতিটি সাবেক ছিটে জাতীয় পতাকা তোলার পাশাপাশি চলে নানা অনুষ্ঠান ।
দীর্ঘ টানাপোড়েনের পর 2015 সালের 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনিময় হয়েছিল । ভারতের অভ্যন্তরে থাকা 51টি সাবেক বাংলাদেশি ছিটমহল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে গিয়েছিল । সেই সাবেক ছিটের বাসিন্দারা আজকের দিনেই ভারতের নাগরিকত্ব পান । তারপর থেকেই প্রতিবছর 31 জুলাই রাত ও 1 অগস্ট সকালে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় ।