পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে সেফ হাউস বন্ধের পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের - কোচবিহারে সেফ হাউস বন্ধের পরিকল্পনা

কোরোনায় আক্রান্তের সংখ্যা কমতে থাকা সেফ হাউসগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত স্বাস্থ্যবিভাগের ।

ছবি
ছবি

By

Published : Jan 4, 2021, 1:51 PM IST

কোচবিহার, ৪ জানুয়ারি : কোচবিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে থাকায় সেফ হাউসগুলি বন্ধ করতে চাইছে স্বাস্থ্যবিভাগ । মাসখানেক ধরেই জেলায় সংক্রমিতের হার কমায় এই সিদ্ধান্ত নেওয়ার পথে স্বাস্থ্যবিভাগের কর্তারা ।

কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রণজিত ঘোষ বলেন, নতুন করে যাঁরা সংক্রমিত তাঁদের অধিকাংশই উপসর্গহীন হওয়ায় বাড়িতে থাকছেন । যাঁরা অসুস্থ তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে । তাই সেফ হাউসগুলি বন্ধ করার চিন্তাভাবনা করা হচ্ছে।

এদিকে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 50টি, বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে 50টি, মেখলিগঞ্জ বাস টার্মিনাস বিল্ডিংয়ে 30টি, দিনহাটা-2 সেফ হাউসে 50টি সহ আরও বিভিন্ন সেফ হাউস মিলিয়ে জেলায় 480টি বেড রয়েছে। উপসর্গহীন কোরোনা সংক্রমিত রোগীদের রাখার জন্য জুন মাস থেকে কোচবিহারে সেফ হাউস চালু হয়। মূলত যাঁদের বাড়িতে থাকার মতো পরিকাঠামো নেই তাঁদেরই এই সেফ হাউসে পর্যবেক্ষণে রাখা হয়। তবে রোগীর সংখ্যা ক্রমশ কমতে থাকায় সেফ হাউসগুলো কার্যত ফাঁকা রয়েছে । তাই ধীরে ধীরে সেফ হাউসগুলো বন্ধ করার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য বিভাগ।

ABOUT THE AUTHOR

...view details