কোচবিহার,7 এপ্রিল : কোরোনার উপসর্গ নিয়ে এক কিশোরীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল কোচবিহার মেডিকেলে। মঙ্গলবার বিকেলে সাতবছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয়। তার মৃতদেহ আলাদা করে রাখা হয়েছে।
কোরোনার উপসর্গ নিয়ে মৃত্যু কিশোরীর, চাঞ্চল্য কোচবিহারে - কোরোনার উপসর্গ
কোচবিহার-2 ব্লকের কালাপানির সাত বছরের এক কিশোরী গত 10-12 দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিল। প্রথমদিকে ওই কিশোরীর বাড়ির তরফে ঝাড়ফুঁক করা হয়। এরপর তার শ্বাসকষ্ট দেখা দেয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে কোচবিহার মেডিকেলে নিয়ে আসা হয়। মেডিকেলে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে ওই কিশোরীর মৃত্যু হয়।
পাশাপাশি তার নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হচ্ছে। কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডা: রাজীব প্রসাদ বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তির কিছুক্ষণের মধ্যে ওই কিশোরীর মৃত্যু হয়। নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হচ্ছে।
কোচবিহার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার-2 ব্লকের কালাপানির ওই কিশোরী গত 10-12 দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিল। প্রথমদিকে ওই কিশোরীর বাড়ির তরফে ঝাড়ফুঁক করা হয়। এরপর তার শ্বাসকষ্ট দেখা দেয়। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে কোচবিহার মেডিকেলে নিয়ে আসা হয়।
মেডিকেলে ভর্তি করার কিছুক্ষণের মধ্যে ওই কিশোরীর মৃত্যু হয়। কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুমিত গাঙ্গুলি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কিশোরীর মৃতদেহ আলাদা করে রাখা হয়েছে। কিশোরীর বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে।