কোচবিহার, 10 এপ্রিল : ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ডিস্ট্রিবিউশন সেন্টারে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। আজ সকালে কোচবিহার পলিটেকনিক কলেজের ঘটনা। যদিও, পরে জেলা প্রশাসন আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাত পোহালেই কোচবিহার কেন্দ্রে লোকসভা নির্বাচন। জেলার 2010টি বুথের মধ্যে 857টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। ওই বুথগুলিতে রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। গতকাল এই কথা ঘোষণা করে কমিশন। এরপরেই আজ সকালে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা।