পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে 857টি বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, বিক্ষোভ ভোটকর্মীদের - election commission

কেন্দ্রীয় বাহিনী না থাকার প্রতিবাদে কোচবিহারে ভোটকর্মীদের বিক্ষোভ। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চলছে ভোটকর্মীদের মিছিল

By

Published : Apr 10, 2019, 4:13 PM IST

Updated : Apr 10, 2019, 7:23 PM IST

কোচবিহার, 10 এপ্রিল : ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ডিস্ট্রিবিউশন সেন্টারে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। আজ সকালে কোচবিহার পলিটেকনিক কলেজের ঘটনা। যদিও, পরে জেলা প্রশাসন আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাত পোহালেই কোচবিহার কেন্দ্রে লোকসভা নির্বাচন। জেলার 2010টি বুথের মধ্যে 857টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। ওই বুথগুলিতে রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। গতকাল এই কথা ঘোষণা করে কমিশন। এরপরেই আজ সকালে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা।

ভোটকর্মী অরবিন্দ দাস বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে যে পরিস্থিতি হয়েছিল তারপর থেকেই ভোট করানো নিয়ে আমরা আতঙ্কিত। এবারে আমার বুথে লোকসভায় কেন্দ্রীয় বাহিনী নেই। তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি। কিন্তু সরকার আমাদের প্রতি উদাসীন।"


কোচবিহার লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা বলেন, "ভোট নির্বিঘ্নে করাতে পারবেন ভোটকর্মীরা। তারজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।"

Last Updated : Apr 10, 2019, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details