পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাদ্যসামগ্রী বিলিতে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ দিনহাটায় - খাদ্যসামগ্রী বিতরন নিয়ে বিক্ষোভ

লকডাউন চলাকালীন সরকারের নির্দেশে অঙ্গনওয়াড়ির পড়ুয়াদের চাল, ডাল দেওয়া হচ্ছে। গত মাসে একবারই চাল, ডাল, আলু দেওয়া হয়েছে। চলতি মাসে ফের একবার চাল, ডাল, আলু দেওয়া শুরু হয়েছে। রবিবার চাল, ডাল, আলু দেওয়াকে কেন্দ্র করে মহেশ্বর গ্রামের 221 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়।

anganwari
অঙ্গনওয়াড়ি সেন্টার

By

Published : Apr 26, 2020, 9:00 PM IST

কোচবিহার, 26 এপ্রিল : অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল, ডাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠল দিনহাটার মহেশ্বর গ্রামে। অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা পড়ুয়াদের চাল, ডাল ও আলু বিলির ক্ষেত্রে অনিয়ম করেছেন। তাই বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।

লকডাউন চলাকালীন সরকারের নির্দেশে অঙ্গনওয়াড়ির পড়ুয়াদের চাল, ডাল দেওয়া হচ্ছে। গত মাসে একবারই চাল, ডাল, আলু দেওয়া হয়েছে পড়ুয়াদের। চলতি মাসে ফের একবার চাল, ডাল, আলু দেওয়া শুরু হয়েছে। রবিবার চাল, ডাল, আলু দেওয়াকে কেন্দ্র করে মহেশ্বর গ্রামের 221 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, খাতায় নাম থাকলেও শিশুদের চাল দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। অভিযোগ পড়ুয়াদের নাম খাতায় এন্ট্রি করে সেই চাল, ডাল, ডিম তুলে নিয়েছেন কর্মীরা। এরপর আজ চাল, ডাল, ডিম দিতে এলে বিক্ষোভ দেখানো হয়।

পরে দিনহাটা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মোমিনা বিবি বলেন, "200 কেজি চাল, 50 কেজি ডাল, 6 লিটার তেল এবং 6 কেজি লবণ এসেছে। চাল এবং ডাল বিতরণ করা হয়ে গিয়েছে। কিন্তু প্রতি বস্তায় চাল কিছুটা কম ছিল তাই প্রত্যেক পড়ুয়াকে দেওয়া সম্ভব হয়নি। সব পড়ুয়াদের নাম খাতায় তোলা রয়েছে। কিন্তু যাদের চাল, ডাল দেওয়া হয়নি তাদের অনুপস্থিত দেখানো আছে।" কোনও দুর্নীতি হয়নি বলেই দাবি তাঁদের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দিনহাটা-1 ব্লকের BDO সৌভিক চন্দ।

ABOUT THE AUTHOR

...view details