পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Sits in Dharna: ধরনাতে মিলল 'মনের মানুষ' - Teacher staged dharna demanding marriage after losing job in Nishiganj Cooch Behar

দীর্ঘ টানাপোড়েনের অবসান ৷ অবশেষে মনের মানুষকে পেতে চলেছেন বিয়ের দাবিতে ধরনায় বসা সদ্য বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষিকা (Teacher Sits in Dharna) ৷

Teacher Sits in Dharna
মনের মানুষকে পেলেন সদ্য চাকরি হারানো প্রাথমিক শিক্ষিকা

By

Published : Jun 16, 2022, 10:28 PM IST

Updated : Jun 16, 2022, 10:47 PM IST

কোচবিহার, 16 জুন :অবশেষে মনের মানুষকে পেতে চলেছেন বিয়ের দাবিতে ধরনা দেওয়া সদ্য বরখাস্ত হওয়া এক প্রাথমিক স্কুল শিক্ষিকা। বৃহস্পতিবার তাদের রেজিস্ট্রি হয়েছে । পাশাপাশি এদিন ছেলেকেও মেয়ের বাড়ির তরফে আশীর্বাদ করা হয় । চলে পাত পেড়ে খাওয়া-দাওয়া (Teacher Sits in Dharna)।

দু’দিন ধরে অর্থাৎ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় বৈঠক হয় দুই পরিবারের ৷ তারপর ঠিক হয় বৃহস্পতিবার বিকেলে রেজিস্ট্রি ম্যারেজ হবে । সেই মতো এদিন সম্পন্ন হয় রেজিস্ট্রি ৷ ওই শিক্ষিকা জানান, ভাল লাগছে যে মনের মানুষকে পেতে চলেছি । অপরদিকে কলেজের শিক্ষক জানান, ঘটকের মাধ্যমে বিয়ের কথাবার্তা চলছিল। পরবর্তীতে ধরনায় বসে ছিলেন ওই শিক্ষিকাকা। পরিস্থিতির কথা বিবেচনা করে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । এদিন রেজিস্ট্রি ম্যারেজের প্রথম পর্যায়ের স্বাক্ষর হয়েছে।

মনের মানুষকে পেলেন সদ্য চাকরি হারানো প্রাথমিক শিক্ষিকা

আরও পড়ুন : আদালতের নির্দেশে চাকরি যেতেই ছেড়ে গিয়েছে প্রেমিক, বিয়ের দাবিতে ধরনায় শিক্ষিকা

প্রসঙ্গত, বিয়ের দাবিতে মঙ্গলবার থেকে নিশিগঞ্জ কলেজের এক অতিথি শিক্ষকের বাড়ির সামনে ধারনায় বসে ছিলেন কোর্টের নির্দেশে সদ্য প্রাথমিক স্কুলের চাকরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষিকা।

Last Updated : Jun 16, 2022, 10:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details