পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

School Teacher Death: সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগের দিনই নদী থেকে শিক্ষিকার দেহ উদ্ধার

প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের আগের দিন স্কুল সংলগ্ন নদী থেকে উদ্ধার হল ইতিহাস শিক্ষিকার দেহ(School Teacher Death)৷ আত্মহত্যা নাকি অন্য কিছু ? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat
নদীতে শিক্ষিকার দেহ

By

Published : Dec 21, 2022, 11:00 PM IST

সহকারী শিক্ষিকার মৃত্যুতে প্রধান শিক্ষিকার বক্তব্য

মাথাভাঙা, 21 ডিসেম্বর: স্কুল সংলগ্ন নদী থেকে শিক্ষিকার দেহ উদ্ধারকে ঘিরে বুধবার বেলায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের মাথাভাঙা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে(Teacher Body Recovered from river on the eve of Golden Jubilee Celebrations in School)৷ এদিন মাথাভাঙা গার্লস হাইস্কুল(Mathabhanga Girls High School)সংলগ্ন আব্বাসউদ্দিন সেতু লাগোয়া সুটুঙ্গা নদী থেকে এক শিক্ষিকার দেহ উদ্ধার হয় । স্থানীয়রা দেহটি প্রথমে দেখতে পেয়ে স্কুলে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মাথাভাঙা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ও পুলিশ ৷ এরপর দেহ শনাক্ত করা হয় । মৃত ওই শিক্ষিকার নাম অঞ্জলি রায় । বাড়ি মাথাভাঙার 2 নম্বর ওয়ার্ডে । মাথাভাঙা গার্লস হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা ছিলেন তিনি । মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে পুলিশ । কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় ।

বৃহস্পতিবারই স্কুলে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ৷ আর তার আগেই শিক্ষিকার এহেন মৃত্যুতে ভেঙে পড়েছেন সবাই ৷ এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা চিদকনা সাহা বলেন,"ওই শিক্ষিকা নিজের ব্যাগ টিচার্স কমনরুমে রেখে সই করে বেরিয়ে পড়েন । আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম ৷ এরপরই এই খবর শুনতে পাই । এই ঘটনার পর অনুষ্ঠান করার মতো অবস্থায় আমরা কেউই নেই ৷ তবে সবকিছুই আলাপ আলাচনার মাধ্যমে স্থির করা হবে ৷

আরও পড়ুন :ট্রেন ধরতে গিয়ে মৃত্যু শিক্ষকের

এই বিষয়ে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সরজিত সরকার জানান, বৃহস্পতিবার থেকে স্কুলে তিনদিন ব্যাপী প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল । কিন্তু শিক্ষিকা অঞ্জলি রায়ের মৃত্যুতে সেই অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে ।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন,"অঞ্জলি রায় নামে মাথাভাঙা গার্লস হাইস্কুলের একজন শিক্ষিকা সুটুঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৷ দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ মৃত্যুর সঠিক কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে ৷"

আরও পড়ুন :হোয়াটসঅ্যাপে ‘ভুল শিক্ষক’ ম্যাসেজ, তারপরেই অস্বাভাবিক মৃত্যু শিক্ষকের

ABOUT THE AUTHOR

...view details