পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগানে কাজে বাধা, অবরোধ ফকিরডাঙা চা বাগান শ্রমিকদের - tea garden

বাগানের জমিতে পুঁতে দেওয়া হয়েছে খুঁটি। বাধা দেওয়া হচ্ছে চা পাতা তুলতে। তাই কাজ হারানোর আশঙ্কায় পথ অবরোধ করলেন ফকিরডাঙা বাগানের চা শ্রমিকরা।

অবরোধে চা শ্রমিকরা

By

Published : Mar 6, 2019, 3:27 PM IST

মেখলিগঞ্জ, ৬ মার্চ : বাগানের জমিতে পুঁতে দেওয়া হয়েছে খুঁটি। বাধা দেওয়া হচ্ছে চা পাতা তুলতে। তাই কাজ হারানোর আশঙ্কায় পথ অবরোধ করলেন ফকিরডাঙা বাগানের চা শ্রমিকরা। যদিও প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর মেখলিগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন চা শ্রমিকরা।

অবরোধকারীরা মৈনাক হিলস টি এস্টেটের সানিয়াজান বি ডিভিশনের ফকিরডাঙা চা বাগানের শ্রমিক। অভিযোগ, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কাজ চললেও সম্প্রতি এলাকার কয়েকজন বাগানে অশান্তি তৈরির চেষ্টা করছে। তিনদিন ধরে ফকিরডাঙা চা বাগানের জমিতে খুঁটি পুঁতে দিয়ে শ্রমিকদের কাঁচা চা পাতা তুলতে বাধা দেওয়া হচ্ছে। এমন কী, গতকাল চা পাতা তুলতে গেলে শ্রমিকদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর তার জেরেই আজ সকাল থেকে চ্যাংরাবান্ধা-মেখলিগঞ্জ সড়ক পথের কলেজ মোর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পরে বিষয়টি নিয়ে অবরোধকারীরা মেখলিগঞ্জের মহকুমাশাসক, থানার OC ও অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা দেন।

এবিষয়ে মেখলিগঞ্জ মহকুমা শ্রম দপ্তরের সহ শ্রম মহাধ্যক্ষ সন্দীপ কর্মকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সমস্যার কথা আমি শুনেছি। সমস্যা মেটাতে সব পক্ষকে নিয়ে মেখলিগঞ্জের BDO-র দপ্তরে বৈঠক হবে। সমস্যা মিটে যাবে বলে আশা করছি।

এবিষয়ে মৈনাক হিলস টি এস্টেটের ফকিরডাঙা চা বাগানের ম্যানেজার বিদ্যুৎ ঘোষ বলেন, "আমরা বিষয়টি শুনেছি। সবাইকে নিয়ে আলোচনা করে মীমাংসার পথ খুঁজে বের করা হবে।"

ABOUT THE AUTHOR

...view details