মেখলিগঞ্জ, 18 এপ্রিল : লকডাউনে বন্ধ মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেটগুলি । ফলে গেটের অপর দিকে থাকা নিজেদের চাবাগানে যেতে পারছেন না কয়েকজন ভারতীয় । বন্ধ চা পাতা তোলার কাজ । আর তাতেই সমস্যা পড়েছেন এই ক্ষুদ্র চা চাষিরা । অন্যদিকে একই কারণে সমস্যায় পড়েছেন ওই জমিতে কাজ করা চা শ্রমিকরাও ।
মেখলিগঞ্জ ব্লক সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেটগুলির ওপারে ভোটবাড়ি, গোলাপপাড়া, জামালদহ, চৌরঙ্গি-সহ বিভিন্ন এলাকায় কয়েকটি ছোটো চাবাগান আছে । যেগুলির মালিকানা রয়েছে কয়েকজন ভারতীয়র । এতদিন তাঁরা ভোটার ও আধার কার্ড দেখিয়ে গেট পারাপার করতেন । কিন্তু এখন গেট বন্ধ । ফলে জমির দেখভাল করতে পারছেন না । এই সময়ে দু'বার চা পাতা তোলা হয়ে যায় । লকডাউনের জন্য তা সম্ভব হয়নি । ফলে ক্ষতির মুখ দেখছেন এই ক্ষুদ্র চাবাগান মালিকরা ।