পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃত বাংলাদেশি যুবকের বাবার সোয়াব রিপোর্ট পজিটিভ - corona

মৃত বাংলাদেশের যুবকের বাবার সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় শিলিগুড়িতে কোরোনা হাসপাতালে পাঠানো হল। তবে মৃত যুবকের মা-র নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবুও তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে।

swab test
সোয়াব পরীক্ষা

By

Published : May 23, 2020, 7:57 PM IST

কোচবিহার,23 মে: ক‍্যানসারের চিকিৎসা করিয়ে ফেরার পথে মৃত বাংলাদেশের যুবকের বাবার সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় শিলিগুড়িতে কোরোনা হাসপাতালে পাঠানো হল। তবে মৃত যুবকের মা-র নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবুও তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, মৃত যুবকের বাবার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে শিলিগুড়িতে কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের এক যুবক ক‍্যানসার চিকিৎসার জন্য মহারাষ্ট্রে ছিলেন। দিনকয়েক আগে ওই যুবকের বাবা-মা সহ পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে মহারাষ্ট্র থেকে কোচবিহারের আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেয়। গত সোমবার আসার সময় পথে বিহারের বেগুসরাই এলাকায় ওই যুবকের মৃত্যু হয়। এরপর মৃত যুবকের দেহ নিয়ে বুধবার কোচবিহার মেডিকেলে আসে তাঁর পরিবারের লোকেরা।

এরপর যুবকের মৃতদেহ আলাদা করে রাখা হয়। পাশাপাশি তাঁর নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়। বৃহস্পতিবার সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ওই যুবকের বাবা ও মাকে কোরোনা হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি দুজনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ মৃত যুবকের বাবার রিপোর্ট পজিটিভ আসলেও মায়ের রিপোর্ট নেগেটিভ আসে।

ABOUT THE AUTHOR

...view details