পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচণ্ড গরম, তাই পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহ ! - ppe kit

দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ । নিয়মিত ওঠানামা করছে দৈনিক সংক্রমণের গ্রাফ । তারমধ্যেই দিনহাটার এক স্বাস্থ্যকর্মীর পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহের ছবি শোরগোল ফেলেছে নেট দুনিয়ায় ।

পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল
পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল

By

Published : Jun 3, 2021, 12:41 PM IST

দিনহাটা, 3 জুন : পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহের ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে দিনহাটায় । বুধবার সাহেবগঞ্জে দিনহাটা-2 বিডিও অফিস চত্বরে এক স্বাস্থ্যকর্মী ওই নমুনা সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ । যদিও অভিযোগ অস্বীকার করেছে ব্লক প্রশাসন ।

জেলায় প্রতিদিন গড়ে 200-র বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন । শহরের পাশাপাশি গ্রামীন এলাকাগুলোতেও করোনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে । ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও বিডিও অফিস চত্বরেও নমুনা সংগ্রহ করা হচ্ছে । বুধবার সাহেবগঞ্জে দিনহাটা-2 বিডিও অফিস চত্বরে এক স্বাস্থ্যকর্মী পিপিই কিট না পরেই লালার নমুনা সংগ্রহ করছিলেন বলে অভিযোগ । স্বাস্থ্যকর্মীর হাতে ছিল গ্লাবস ও মুখে শুধুমাত্র মাস্ক ।

স্বাস্থ্যদফতরের তরফে পিপিই কিট দেওয়া হলেও প্রচন্ড গরমের জন্য ওই কর্মী পিপিই কিট পরেননি । সোশ্যাল মিডিয়ায় এই ছবি উঠে আসতেই মূহুর্তেই ভাইরাল হয়ে যায় । গোটা বিষয়টি ব্লক প্রশাসন অস্বীকার করলেও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দিনহাটা-২ ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস ।

ABOUT THE AUTHOR

...view details